বিএনপি নেতা আহাম্মদ চেয়ারম্যানের ওপর নৃশংস হামলা

স্টাফ রিপোর্টার
শুক্রবার সন্ধ্যা ০৭:১৭, ৪ জুলাই, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষকদলের সভাপতি ও গোয়লামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ হোসেন ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, নবগঠিত গোয়ালমারী বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এই কমিটির সাধারণ সম্পাদক মিজান মেম্বার তার অনুসারীদের নিয়ে শুক্রবার (৩ জুলাই) গোয়ালমারী বাজারে রাত সাড়ে ৯ টায় অতর্কিতভাবে ধারালো অস্ত্র, লাঠিসোটা দিয়ে আহাম্মদ চেয়ারম্যানের ওপর হামলা করে মাথায়, পিটে, হাতে ও পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরতর আহত করে।
পরে স্থানীয়রা ও স্বজনদের সহযোগীতায় তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকম্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্যকম্লেক্সের কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান,” গতকাল রাতে আহাম্মদ চেয়ারম্যান নামের একজন গুরুতর আহত রক্ত জখখের রোগী চিকিৎসা নিতে আসে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।”
এদিকে বিএনপি নেতা আহাম্মদ হোসেন তালুকদারের ওপর হামলাকারীদের বিচার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা রাজনৈতিক ব্যক্তি,গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের লোকজন তাদের ফেসবুক ওয়ালে এ ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে পোষ্ট দিতে দেখা গেছে। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তার নিজস্ব ফেসবুক ওয়ালে এ হামলার নিন্দা জানিয়ে লিখেন,” গোয়ালমারী বাজারে দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহবায়ক ও গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আহমদ হোসেন তালুকদারের উপর নেক্কারজনক সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সন্ত্রাসীর কোন দল নাই। সন্ত্রাসী যে দলেরই হোক না কেনো তাকে ছাড় দেওয়ার কোনও সুযোগ নাই। অনতিবিলম্বে এই সকল সন্ত্রাসী ও দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি।”
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান,” ঘটনার সঙ্গে সঙ্গেই মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনও ভিকটিমের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”