ঢাকা (দুপুর ১২:৫৪) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পীরগাছাসহ রংপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৬

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৩৩, ২০ আগস্ট, ২০২০

পীরগাছাসহ রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন রংপুর জেলা পুলিশ-০১ জন, মেট্রো পুলিশ-০১ জন, মেট্রো এলাকায়- ১৯ জন। এছাড়াও গঙ্গাচরা উপজেলায় -০১ জন ও তারাগঞ্জ উপজেলায় -০১ জন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সানোয়ার হোসেন জানান, পীরগাছায় আজ (২০ আগস্ট) নতুন করে তিনজন করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন-উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের আনোয়ারা বেগম (৫৫), সদর ইউনিয়নের বড়বাড়ী গ্রামের গোলেনুর বেগম ৭০) ও একই গ্রামের নাবিলা আক্তার (১৮)। প্রকাশ থাকে যে, পীরগাছা উপজেলায় গত ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ৮৩ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৬৫ জন । চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT