ঢাকা (রাত ১০:২৩) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে-কমরেড রুহিন হোসেন প্রিন্স

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ০১:৫৬, ১৬ মার্চ, ২০২২

পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান, রেশনিং ব্যবস্থা চালু ও বাস্তবায়ন করতে হবে, সাড়ে ৩ কোটি মানুষকে খাদ্য ও নগদ সহায়তা দাও, ব্যর্থদের বিদায় ও মন্ত্রী আমলাদের অতিকথনের উপর ট্যাক্স ধার্য্য কর-এ কথাগুলো বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কমিটির উদ্যোগে পথসভায় এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর শহরে ২টি পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলার পৌর শহরের উত্তর বাজার, মধ্যবাজার ও বালুয়াপাড়া এলাকায় আরও বক্তব্য রাখেন, সদস্য মনিরা বেগম অনু, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাখাওয়াত হোসেন তসলিম, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল, সিপিবি পৌর কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, উপজেলা সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিজম ফকির, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয় প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিপিবির প্রাক্তন সভাপতি কমরেড মকবুল হোসেন, সিধলা শাখার সম্পাদক আবুল হাসিম, উপজেলা ছাত্র ইউনিয়ন এর সহ-সভাপতি অর্ক দত্ত, সাধারণ সম্পাদক আলী হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অর্পিতা কবির এ্যানিসহ পার্টি ও গণসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কমরেড রুহিন হোসেন প্রিন্স তার বক্তব্যে আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় জনগন নেবে না। সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও সাধারণ মানুষের কাছে কম দামে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়ার দাবিতে আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধ দিবস হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

পরে তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT