ঢাকা (রাত ৩:৩১) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


পদ্মাসেতুর রেল প্রকল্পে শ্রমিকদের বিক্ষোভে গুলি, ৩ শ্রমিক গুলিবিদ্ধ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার দুপুর ০৩:৩০, ৭ মে, ২০২০

পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভে ৩ শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৭ জন। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে বেতনের দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর গুলি ছুঁড়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা। এ সময় তিন শ্রমিক গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায়, প্রকল্প সাইট মেদিনীমণ্ডলে এ ঘটনা ঘটে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান জানান, কিছুদিন ধরেই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি’র সঙ্গে বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিলো। সন্ধ্যায় সেখানে থাকা দেড়শ’ শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায় তাদের ঠেকাতে গুলি চালায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা। এতে, তিনজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হন।

আহত শ্রমিকদের শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

তথ্যসূত্রঃ ডিবিসি নিউজ




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT