ঢাকা (বিকাল ৩:৪১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নামাজরত অবস্থায় গৌরীপুরে মাদ্রাসা শিক্ষকের ইন্তেকাল

মরহুম মোঃ আব্দুল হেলিম খান পাঠান (৭২)
মরহুম মোঃ আব্দুল হেলিম খান পাঠান (৭২)

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock রবিবার সকাল ১১:২১, ২২ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে মোঃ আব্দুল হেলিম খান পাঠান (৭২) নামে এক অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন। শনিবার রাতে উপজেলা জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হেলিম খান পাঠানের বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামে। তিনি স্থানীয় কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। শনিবার তিনি জামাতের সাথে এশার নামাজ আদায় করতে উপজেলা জামে মসজিদে যান। ইমামের ইমামতিতে ফরজ নামাজ আদায়ের সময় আব্দুল হেলিম মেঝেতে ঢলে পড়েন। পরে মুসল্লিরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুসল্লি মোঃ হারুন মিয়া বলেন, হেলিম কাকা প্রায়সময় এশার নামাজ এই মসজিদে আদায় করেন। আজ এশার নামাজ আদায়কালে প্রথম রাকাতের সময় তিনি ঢলে পড়েন। পরে মুসল্লিরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কৌশিক পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই উনার মৃত্যু হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT