নওগাঁ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
আবু ইউসুফ,নওগাঁ বুধবার রাত ০১:২৬, ৩ নভেম্বর, ২০২১
নওগাঁ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হরিজন ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখা ।
গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক হারুন অর রশিদের কাছে এই স্মারকলিপি প্রদান করেন হরিজনরা।
নওগাঁ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সভাব চন্দ্র হাড়ী জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্ন কর্মী পথে নিয়োগে ৮০% কোটা বাস্তবায়ন এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিলের দাবীতে জেলা প্রশাসনের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, আমাদের জন্ম পেশা হচ্ছে পরিচ্ছন্ন কর্মী বা সুইপারী করা। আমরা অন্য কোথায় চাকুরী করতেও পারিনা। জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্ন কর্মী নিয়োগে হরিজনদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে পরীক্ষার মাধ্যমে। যেহেতু হরিজন সম্পদায়ের মানুষ পড়াশোনায় কম সেক্ষেত্রে এসব চাকুরীতে আমাদের চেয়ে অন্য সম্প্রদায়ের মানুষ বেশি সুযোগ পাবে। তাই সরকারের কাছে আমাদের দাবী এসব চাকুরীতে হরিজনদের কোটার সংখ্যা বাড়ানো এবং আমাদের সুযোগ সুবিধা বাড়ানো।
এসময় সেখানে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের মহা সচিব রাম্ভই নাথ, নওগাঁ হরিজন ঐক্য পরিষদের আহবায়ক রতন হাড়ী, মানু বাসভোড়সহ হরিজন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।