ঢাকা (সকাল ১০:৩০) মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী Meghna News গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালক নিহত Meghna News ফতুল্লায় গ্রেফতার হওয়া স্বপনের মুক্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা

ধর্মপাশায় ১০টাকা কেজি দামের হতদরিদ্রদের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ,৫০কেজি চাল উদ্ধার

মোবারক হোসাইন,সুনামগঞ্জ,ধর্মপাশা মোবারক হোসাইন,সুনামগঞ্জ,ধর্মপাশা Clock শুক্রবার রাত ০৯:০৮, ২৩ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির নিয়োজিত ডিলার আরব আলীর বিরুদ্ধে ওই ইউনিয়রেন জয়পুর গ্রামের আব্দুর রশিদ নামের এক ব্যক্তির কাছে ৫০কেজি ওজনের ওই এক বস্তা চাল এক হাজার ২০০টাকা দামে কালোবাজারে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ (২৩াক্টোবর) শুক্রবার সকাল দশটার দিকে ওই ইউনিযনের জয়পুর গ্রামের রইছ মিয়া নামের এক ব্যক্তির বড়ির সামনে থেকে ওই চার উদ্ধার করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির নিয়োজিত ডিলার আরব আলী ওই ইউনিয়নের কার্ডদারীদের মধ্যে প্রতি কেজি চাল ১০টাকা দামে প্রত্যেককে সুবিধাভোগীকে ৩০কেজি করে চাল বিক্রি করার জন্য তাঁকে ডিলার হিসেবে নিয়ুক্ত করা হয়েছে। ওই ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা মোড়ে ওই ডিলারের একটি গুদাম রয়েছে। সেখান থেকে তিনি সুবিধাভোগীদের মধ্যে চাল বিক্রি করে আসছেন। বৃহস্পতিবার মধ্যনগর খাদ্য গুদাম থেকে ওই ইউনিয়নের ৪৬২জন সুবিধাভোগীর চাল তিনি গুদাম থেকে উত্তোলন করেন। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ডিলার আরব আলী ওই ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুর রশিদ নামের এক ব্যক্তির কাছে ৫০কেজি ওজনের এক বস্তা চাল এক হাজার ২০০টাকায় বিক্রি করেন।

ওই চাল আব্দুর রশিদ স্থানীয় এক শ্রমিককে দিয়ে তিনি তাঁর নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। ওইদিন সকাল অনুমান দশটার দিকে জয়পুর গ্রামের সড়ক সংলগ্ন রইছ মিয়ার বাড়ির উঠানে যাওয়া মাত্রই খবর পেয়ে এলাকার মানুষজন সমবেত হয়ে সেখানে  এসে জড়ো হয়ে ওই চাল উদ্ধার করেন। পরে এলাকার মানুষজন জয়পুর গ্রামের রইছ মিয়ার কাছে উদ্ধার হওয়া এই একবস্তা চাল জিম্মায় রেখে দেন।

ডিলার আরব আলী বলেন, এটি আমার বিরুদ্ধে অপপ্রচার। কালোবাজারে আমি কারও কাছে চাল বিক্রি করনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, ঘটনাটি শুনেছি।  তদন্ত করে ঘটনার সত্যতা পাওযা ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া  হবে।

 




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT