ধর্মপাশায় হাজী ফজর আলী সাহেবের পরিবারের পক্ষ থেকে সহায়তা পেল ৬০০টি বন্যার্ত পরিবার
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ রবিবার সকাল ১০:৪৫, ১০ জুলাই, ২০২২
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে ৫০০ বন্যার্ত দরিদ্র পরিবারের মধ্যে থেকে চাউল ৫ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, সেমাই ১ পেকেট, চিনি ১ পেকেট, সয়াবিন তৈল আধা লিটার, গুঁড়াদুধ ১ পেকেট ও ১০০ পরিবারে নগদ ৩০০ টাকা করে বিতরণ করা হয়েছে।
উপজেলার ধর্মপাশা গ্রামের বাসিন্দা হাজী ফজর আলী সাহেবের জ্যেষ্ঠ পুত্র উপজেলা যুবলীগের সহসভাপতি এবং প্রথম শ্রেণির ঠিকাদার মাঈন উদ্দিনের সার্বিক সহায়তায় বন্যার্ত ও দরিদ্র পরিবারের মধ্যে এই সহায়তা দেওয়া হয়। শনিবার ৯ জুলাই দুপুর ১২টার দিকে ধর্মপাশা গ্রামের নিজ বাড়ি প্রাঙ্গণে হাজী ফজর আলী ও ঠিকাদার মাঈন উদ্দিন উপস্থিত হয়ে এই সহায়তা প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আজিজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার (দিলীপ), উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম পিকে ও আওয়ামী লীগ নেতা নাদির আহমেদ প্রমুখ।