ঢাকা (রাত ১২:০৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় সাংবাদিকদের চাঁদাবাজীর ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

মোবারক হোসাইন মোবারক হোসাইন Clock বুধবার রাত ০৯:৫২, ৮ জুলাই, ২০২০

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা খাদ্য গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরনের জন্য উন্মুক্ত লটারিতে বিজয়ী কৃষকেরা গত রোববার সরকারি ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে নিয়ে আসলে কয়েকজন কৃষকের কাছে স্থানীয় সাংবাদিক ইসহাক মিয়া, এনামুল হক এনি, হাফিজুর রহমান চয়ন, মিটু মিয়া, সাজিদুল হক সাজু, এমএম রেজা পহেল সহ ৭/৮ জন সাংবাদিক কৃষকদের কাছ থেকে প্রতি এক টন ধান বাবদ এক হাজার টাকা করে চাঁদা দাবি করা ও গুদামে ধান সংগ্রহ মাপামাপির কাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র হট্রগুল দেখা দেওয়ায় ঘটনাটি সুষ্ঠ তদন্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লবকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT