ঢাকা (সকাল ১০:৫৮) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে উপজেলা প্রেসক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock সোমবার রাত ০২:০৩, ২৭ জুন, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বন্যা কবলিত হয়েছে গত ১৬ জুন। বন্যার্ত মানুষজনদের মধ্যে সরকারি ও বেসকারিভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলে আসলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

ত্রান সামগ্রী নেয়া ব্যক্তির ছবি তোলা যাবে না, ছবি তুললে এমনকি তা ফেসবুকে পোস্টও করা যাবে না। ত্রাণসামগ্রীসহ ছবি তুললে সংশ্লিষ্ঠ ব্যক্তির অনুমতি নিতে হবে সবার প্রতি এই আহ্বান জানিয়ে এ উপজেলায় বন্যার্ত ১৩০টি পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন, বিস্কুট ও বোতলজাত পানি বিতরণ করা হয়েছে।

২৬ জুন রবিবার বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, দপ্তর সম্পাদক সোহান আহমেদ, সদস্য সালেহ আহমদ, মো.মোবারক হোসাইন প্রমুখ।

ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ বলেন, ত্রাণ সামগ্রী হাতে নিয়ে ছবি তুলতে অনেকেই বিব্রত বোধ করেন। ত্রাণসামগ্রী পাওয়া যাবে না এই ভয়ে অনেকেই ত্রাণ সামগ্রী নিয়ে ছবি তুলতে বাধ্য হন। ত্রাণসামগ্রী হাতে ছবি তুলতে হলে সংশ্লিষ্ঠ ব্যক্তির অবশ্যই অনুমতি নেওয়া প্রয়োজন। কারও অনুমতি ছাড়া ছবি তুলে তা ফেসবুক সহ নানা মাধ্যমে প্রকাশ করা মানবতার লঙ্ঘন হয় বলে আমি মনে করি। আমাদের এই আহ্বানে অনেকেই সাড়া দিবেন বলে আমরা আশাবাদী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT