ধর্মপাশায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ সোমবার সন্ধ্যা ০৭:৩৮, ৪ জুলাই, ২০২২
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মুগরাইন হাওরে, চাঁই পেতে মাছ শিকার করতে গিয়ে ৪ জুলাই সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে বজ্রপাতে; নিয়া শাহ (৩৫) ও মানিক মিয়া (২৮) নামের দুজন জেলের মৃত্যু হয়েছে। ওই দুজন জেলের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের পেছনে থাকা মুগরাইন হাওরটিতে, আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে নৌকাযোগে চাঁই পেতে মাছ ধরার জন্য, উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের জেলে, নিয়া শাহ (৩৫) ও মানিক মিয়া (২৮) নিজেদের বাড়ির পেছনে মুগরাইন হাওরে যান। ভোর সাড়ে পাঁচটায় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই দুজন জেলে মারা যান।
খবর পেয়ে সকাল সাতটার দিকে মুগরাইন হাওরে গিয়ে ওই দুজন জেলেকে মৃত অবস্থায় দেখতে পান তার স্বজনেরা। পরে ওই দুজনের লাশ উদ্ধার করে, তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বজ্রপাতে এই দুজন জেলের মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।