ধর্মপাশায় দেশীয় প্রজাতির পোনা মাছ বিক্রি করায় এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মঙ্গলবার সন্ধ্যা ০৭:০৫, ১৪ জুন, ২০২২
আইন অমান্য করে পোনা মাছ বিক্রি করার দায়ে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে এখলাছ মিয়া (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীকে, এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ওই মৎস্য ব্যবসায়ীর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের বগারপাছুর গ্রামে। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার (১৪ জুন) বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব বলেন, মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ অনুযায়ী দেশীয় প্রজাতির পোনা মাছ শিকার ও বিক্রি করা অপরাধ। দেশীয় প্রজাতির পোনা মাছ বিক্রি করায় ওই মৎস্য ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড করেছেন।