ঢাকা (রাত ২:১৯) শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুস্থ মহিলাদের মাঝে দুই শতাধিক সেলাই মেশিন বিতরণ করলেন জাপা নেতা শাহীন

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শনিবার সন্ধ্যা ০৬:২০, ১১ নভেম্বর, ২০২৩

গাইবান্ধায় স্বাবলম্বী করে তোলার জন্য দুস্থ নারীদের মধ্যে দুই শতাধিক সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও উপদেষ্টা মোঃ মাসরুর মওলা ও

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার সরওয়ার হোসেন শাহিনের অর্থায়নে ও সহযোগিতায় শুক্রবার (১০ নভেম্বর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

 

সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মোঃ মাসরুর মওলা। বক্তব্য রাখেন জাতীয় পার্টি, গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব, গাইবান্ধা সদর ২ আসনের জাতীয় পার্টির এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ সরওয়ার হোসেন শাহীন, শ্রমিক পার্টির সভাপতি রেজাউন্নবী রাজু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী রোমান, ইঞ্জিনিয়ার মহসিন সর্দার প্রমুখ।

 

সরওয়ার হোসেন শাহীন বলেন, ‘এই সেলাই মেশিন দিয়ে কয়েকজন নারীও যদি সামান্য উপকৃত হন, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক।’



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT