ঢাকা (সকাল ১০:২৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দির শ্রী-রায়ের চরে ফ্যামিলি হাসপাতাল শাখার উদ্বোধন

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শনিবার রাত ১১:১৯, ২৬ ডিসেম্বর, ২০২০

স্বাস্থ্য সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে কুমিল্লার দাউদকান্দির ফ্যামিলি হাসপাতাল সুনাম কুড়িয়ে এগিয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ দৃঢ় মনোবল ও মানবতার উপর ভর করে দিনে দিনে মানুষের মন জয় করে আসছে। এ সুনাম ও ঐতিহ্য ছড়িয়ে দিতে তৃণমূলে স্বাস্থ্য সেবাদানের লক্ষে শুক্রবার সকাল ১১ টায় ফ্যামিলি হাসপাতাল শাখার উদ্বোধন হয়েছে উপজেলার শ্রী-রায়ের চর বাজারে।

এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও হাসপাতালের চেয়ারম্যান হাজী ভিপি আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল এর ভাইস-চেয়ারম্যান ডা. একেএম সামসুদ্দিন, পদুয়া ইউপি চেয়ারম্যান এসএম মনির হোসেন।

হাসপাতালের পরিচালক আবুল কালাম জানান, আজ ফ্রী ক্যাম্পয়েইন এর মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে উদ্বোধন এর মধ্য দিয়ে আমাদের ফ্যামিলি হাসপাতাল -২ এর শুভ যাত্রা শুরু হলো। আমাদের প্রধান লক্ষ তৃণমূল পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ করা।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন হাসপাতাল এর পরিচালক আবুল কালাম কালা,পরিচালক বিল্লাল হোসেন, ডা. বকুল রানি শাহা,ডা.শহিদুল ইসলাম ও রায়হান ভূঁইয়া কাজল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT