ঢাকা (রাত ১:৫৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে ২২টি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার রাত ০৯:৩০, ১৮ জানুয়ারী, ২০২৪

দাউদকান্দি উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে দাউদকান্দি উপজেলা ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদর প্রাঙ্গণে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেঞ্চ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম,উপজেলা প্রকৌশলী আফসার হোসেন খন্দকার।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে উপজেলা পরিষদের মাধ্যমে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭২ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক,স্থানীয় সাংবাদিক,ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT