ঢাকা (রাত ৪:৫৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে হতদরিদ্র ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock সোমবার রাত ০১:৫০, ৪ এপ্রিল, ২০২২

পবিত্র হাদীছ শরীফ-এ বর্ণিত আছে যে “কেউ একজন রোজাদারকে ইফতারি করালো তার একটি পরিপূর্ণ রোজার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে”।

বলছি, দাউদকান্দি মানবিক সংগঠনের কথা। গেলো বছরও সারা রমজান মাসজুড়ে তারা হতদরিদ্র, পথচারী, ছিন্নমূল ও ভবঘুরে মানুষের মাঝে ইফতার বিতরণ করেছিলেন। তারপর থেকে সংগঠনটি আলোচনায় আসে এবং এই সংগঠনের উদ্যোগে প্রায় ৫ শত হতদরিদ্র, ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছিল।

গত বছরের ন্যায় এবারও প্রথম রোজার দিন থেকে হতদরিদ্র ও পথচারীদের মাঝে বিতরণ করে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংগঠনের অন্যতম আহ্বায়ক ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন জানান, আজ প্রথম রোজার দিন থেকে আমরা এই কর্মসূচী শুরু করেছি সকলের সহযোগিতায় আমরা রোজার সারা মাসব্যাপী হতদরিদ্র ছিন্নমূল ও পথচারীদের মাঝে প্রতিদিন শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করবো ইনশাআল্লাহ।

খন্দকার বিল্লাল হোসেন সুমন সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা এই রোজার মাসে যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। কারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হওয়ার কারণে নিম্নবিত্ত পরিবারের মানুষেরা অসহায় দিশেহারা হয়ে পড়েছে। তাই অন্তত যে যার অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ান।

গতকাল রোববার বিকালে ইফতার বিতরণকালে সঙ্গে ছিলেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সরকার, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় এর নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য খন্দকার কবির এবং সমাজকর্মী মোহাম্মদ হোসেন মিয়া ও গিয়াস উদ্দিন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT