হোসাইন মোহাম্মদ দিদার মঙ্গলবার সন্ধ্যা ০৭:৪৫, ২৭ আগস্ট, ২০২৪
দাউদকান্দি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এই মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা ও অভিভাবকসমাজ। এই অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ফরমফিলাপে অতিরিক্ত টাকা, স্বেচ্ছাচারিতা, মাদ্রাসার টাকা তছরুপ, ছাত্রীদের হয়রানিসহ নৈতিক স্খলনের দায়ে দ্রুত পদত্যাগের দাবি জানান।
মঙ্গলবার(২৭ আগষ্ট) সকাল ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ মানববন্ধন করে শিক্ষার্থী ও অভিভাবকগণ। মানববন্ধনে বক্তব্য দেন—এই মাদ্রাসার সাবেক ছাত্র আব্দুল হান্নান, বর্তমান শিক্ষার্থী মোহাম্মদ মামুন, সাঈদ, মেহেদী অভিভাবক ফজলে রাব্বিসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মাদ্রাসা প্রিন্সিপাল নজরুল ইসলামের কাছে তার এসব অভিযোগের বিষয়ে জানাতে চাওয়া
হলে তিনি জানান, ” একটি কুচক্রী মহল নিজেদের উদ্দেশ্যে হাসিল করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি তিন যুগের বেশি এই মাদ্রাসায় শিক্ষকতা করছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। ”
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম শিক্ষার্থীর দাবির বিষয়ে জানান,” মদিনাতুল উলম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নজরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা একটি অভিযোগ দায়ের করেছেন।
তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আনিত অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।