দাউদকান্দিতে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ধানসিঁড়ি’
হোসাইন মোহাম্মদ দিদার
বুধবার রাত ০৯:১৯, ২৫ জুন, ২০২৫
কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর এলাকার খালের মুখের ময়লার বাগাড় পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ছাত্র জনতা। বুধবার (২৫জুন) বেলা ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নাঈমা ইসলাম।
স্বেচ্ছাসেবী সংগঠন “ধানসিঁড়ি সমাজ কল্যান” এর সংগঠনের উদ্যোগে খালের ময়লা, আবর্জনা আর বর্জ্যের ভাগাড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, পরিবেশকর্মী এসএম মিজান, সমাজকর্মী আসিফ কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি সাইফুলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ।
দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হাজারী বলেন, ময়লার বাগাড় এবং খালের মুখ বন্ধ নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনেকবার লেখালেখি করেছেন। খালটি পরিচ্ছন্ন, পুনরুদ্ধার ও খননের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সুফল দেখেনি গৌরীপুরবাসী। কারণ সেই উদ্যোগগুলো পরিকল্পিত হয়নি।
এবার স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচ্ছন্নতার এই অভিযান নিয়ে আশা-হতাশার কিছু বলবো না। সামাজিক সংগঠনের যে উদ্যোগ নিয়েছে এটি ইতিবাচক হোক এই প্রত্যাশা করি। পাশাপাশি গৌরীপুরবাসীকেও সচেতন হতে হবে যেন তারা ময়লা-আবর্জনা ফেলে খালগুলোকে ভরাট ও দখল করে না ফেলেন।
পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত বলেন, বিগত দিনে খাল উদ্ধারে বড় আয়োজন করা হয়েছিল। সব মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। তখন মানুষের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পূরণ হয়নি। আজকেও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি শুধু পরিচ্ছন্ন অভিযান চালালেই চলবে না, খালটি পুনরুদ্ধার, খনন করে যদি পূর্বের রূপে ফিরিয়ে নেওয়া হয় তাহলেই গৌরীপুর তথা দাউদকান্দির দক্ষিনাঞ্চলের কৃষকদের আকাঙ্ক্ষা পূরণ হবে।
পরিচ্ছন্নতার আয়োজক “ধানসিঁড়ি” সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া বলেন, কুমিল্লা ঐতিহ্যবাহী গৌরীপুর এলাকায় সুনামধন্য শিক্ষা প্রতিষ্টানের সামনে খালের মুখে ময়লা আবর্জনার বাগাড়, এতে একদিকে খালের মুখ বন্ধ হয়ে অনেক কৃষি জমি অনাবাদি পড়ে থাকে, অন্যদিকে ময়লার দূর্গন্ধে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যদের নিয়ে খালের মুখের ময়লার বাগাড়সহ সড়ক মহাসড়কের পাশের ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যোগ নিয়েছি। দাউদকান্দি উপজেলা প্রশাসনসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।


