ঢাকা (রাত ১:৫৫) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে এসআই রফিকের নেতৃত্বে ১৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার  

হোসাইন মোহাম্মদ দিদার,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,কুমিল্লা Clock শুক্রবার রাত ০১:৫৪, ৯ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বলদাখাল বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে; মোঃ মাসুদ খান (৩৩) ও মোঃ সাইফুল রহমান সোহেব নামের ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে; রাত্রি কালীন স্পেশাল-১১ ডিউটি করাকালে চেকপোস্ট এ ঢাকাগামী একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৪৫-৪০২৪) তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবালের নির্দেশে; এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে; এস আই মোঃ হারিছুল হক, এসআই এ এস এম গোলাম আজম, এ এস আই বাবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে; চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী একটি প্রাইভেটকা্রে তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ; মোঃ মাসুদ খান (৩৩) ও মোঃ সাইফুল রহমান সোহেব (২৬)কে গ্রেফতার করে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ নরপাটি গ্রামের মোঃ সোলায়মানের ছেলে মোঃ মাসুদ খান ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মালুহার গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ সাইফুল রহমান সোহেব (২৬)।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT