ঢাকা (ভোর ৫:২১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে এমপি ভূঁইয়ার পক্ষে ফারুক খন্দকারের নেতৃত্বে আনন্দ মিছিল

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার সন্ধ্যা ০৬:২২, ১৮ নভেম্বর, ২০২৩

দাউদকান্দিতে জেনারেল ভূঁইয়ার পক্ষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকালে কুমিল্লার-১ নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ মহিলা লীগ ও মহিলা যুবলীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী খন্দকার ফারুকের নেতৃত্ব জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপির সমর্থনে এ আনন্দ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

যারিফ আলী শিশু পার্ক সংলগ্ন উপজেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপিকে পুনরায় নৌকার মনোনয়ন পাওয়ার ও টানা চতুর্থ বারের মত এমপি নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য দেন—

কুমিল্লা জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা জেবু, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী খন্দকার ফারুক, আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান ও সদস্য স্বর্ণা আক্তার, আওয়ামী নেতা সোলায়মান খান,যুবলীগ নেতা মোতালেব সরকার ও রুবেল সরকার ।

 

এসময় বক্তারা বলেন,”মাননীয় এমপি গণমানুষের নেতা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া চতুর্থবারেরর মত নৌকার মনোনয়ন পেয়ে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে আহবান জানিয়ে আরও বলেন,উন্নয়নের প্রতীক নৌকা প্রতিকের জন্য জেনারেল ভূঁইয়ার বিকল্প তিনি নিজেই।

এর আগে একটি মিছিল বাদ্যযন্র বাজিয়ে দাউদকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT