ঢাকা (রাত ১:৪২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দলীয় অবস্থান কঠোর থাকলেও বড়লোখায় ইউপি নির্বাচনের মাঠে সক্রিয় ৮ বিদ্রোহী প্রার্থী

মোঃইবাদুর রহমান জাকির  মোঃইবাদুর রহমান জাকির  Clock বৃহস্পতিবার রাত ০২:৪৬, ৪ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় দলের কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও অমান্য করে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন।

এই চিত্র উপজেলার ১নং বর্ণি,২নং দাসেরবাজার, ৪নং উত্তর শাহবাজপুর, ৫নং দক্ষিণ শাহবাজপুর, ৬নং বড়লেখা সদর, ৭নং তালিমপুর, দক্ষিণভাগ উত্তর ও ৯নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের। আগামী ২৮ নভেম্বর এগুলোসহ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী মনোনয়ন দিয়েছে। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে ৮ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন যাহা উপজেলা ও জেলায় দৃষ্টিগোচর হয়েছে।

বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত জোবায়ের হোসেনের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদ ও স্থানীয় আওয়ামী লীগ এবং তাঁতী লীগ নেতা আব্দুল মুহিত।

দাসেরবাজার ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী।

উত্তর শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত রফিক উদ্দিন আহমদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. আতাউর রহমান সৈয়দ ও সাবেক ছাত্রলীগ নেতা মো. মুমিনুর রহমান টনি।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নাহিদ আহমদ বাবলুর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন।

বড়লেখা সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত সালেহ আহমদ জুয়েলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিন।

তালিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত বিদুৎ কান্তি দাসের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনাম উদ্দিন।

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত এনাম উদ্দিনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল ফুলু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ ও ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক আশরাফ হোসেন। এরমধ্যে ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক আশরাফ হোসেন গত কয়েক বছর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। এবারের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চান।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত সুলতানা কোহিনুর সারোয়ারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজির উদ্দিন।

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর বুধবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বলেন, ‘আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে বিদ্রোহী প্রার্থীদের আমরা বুঝানোর চেষ্টা করছি। মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এরপরও তারা যদি না মানেন; দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের এই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT