ঢাকা (রাত ৪:১৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি সম্মাননা পেলেন মাদারীপুর সদর মডেল থানার সওগাতুল আলম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১০:২৬, ২৫ অক্টোবর, ২০১৯

মীর এমন ইমরান, মাদারীপুরঃ মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর (২০১৯)মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলমকে পুরস্কৃত করেন ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান,বিপিএম(বার), পিপিএম (বার)।

জানা গেছে,ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং, শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ মাদারীপুর সদর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলমকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো.আসাদুজ্জামান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির বিপিএম,পিপিএম ও মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান সহ ঢাকা রেঞ্জের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

সওগাতুল আলম অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গত ১৭ই জুন মাদারীপুর সদর থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, জুয়া বন্ধ ও জুয়াড়ি গ্রেপ্তার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম সহ নানা ধরণের জনসেবামূলক কাজ করে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT