এসএম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ বুধবার রাত ১১:৩৮, ৫ অক্টোবর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কুঁইচাগাড়া এলাকায় ডাকাতের কবলে পড়ে
এক যুবক নিহত হয়েছেন। বুধবার খুব ভোরে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানায়
গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার আড়গাড়াহাট সড়কে ডাকাতির ঘটনায় ওই যুবক
নিহত হয়েছেন বলে স্থানীয়দের দাবী।
নিহত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধূমানী নগর গ্রামের
মো. রফিকুল ইসলামের ছেলে জুয়েল (৩০)। পেশায় সে একজন পেয়ারা ব্যবসায়ী।
নিহত জুয়েল রানার স্বজন আশরাফুল ইসলাম ও পরিবার জানান, বুধবার ভোর সাড়ে
৫টার দিকে জুয়েল ও তার সহযোগী সাদ্দাম হোসেন মটরসাইকেল যোগে বাড়ি থেকে
বের হয়ে নাচোল উপজেলার গোলাবাড়ি এলাকায় পেয়ার বাগানে যাচ্ছিলো। এ সময়
গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার-আড়গাড়াহাট সড়ক সংলগ্ন কানসাট-চৌডালা
আঞ্চলিক সড়কের এখলাসপুর-কুঁইচাগাড়া এলাকায় একদল ডাকাত তাদের পথ রোধ করে
মটরসাইকেল কেড়ে নেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতদের ছুরির
আঘাতে জুয়েল ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হয় এবং তার সহযোগী সাদ্দাম
নিরাপদ দূরত্বে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। এদিকে তাদের চিৎকারে স্থানীয়রা
ছুটে এলে ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত
জুয়েলকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই সে মারা
যায়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) চৌধুরি জুবায়ের আহমেদ জানান, স্থানীয়দের দেয়া খবরের
ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের
প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে জুয়েলের মরদেহ হস্তান্তর
করেছে। স্থানীয়দের দাবী আক্রমণকারীরা দূর্বৃত্ত নয় তারা ডাকাত। তবে কি
কারনে কিভাবে এ ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে পরে জানানো হবে। এদিকে
হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।