ঢাকা (সন্ধ্যা ৬:৩২) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

সেলিম রেজা,ঠাকুরগাঁও সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock মঙ্গলবার রাত ০২:৩৮, ২২ ফেব্রুয়ারী, ২০২২

পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে বিজিবি।

২১ ফেব্রুয়ারি সোমবার ৫০ বিজিবি’র অভিযানে প্রায় ৫২ দশমিক ৮৭০ কেজি ওজনের ওই কষ্টি পাথরেরর মুর্তিটি উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে ৫০ বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান, পিএসসির পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় মালিকবিহীন অবস্থায় ওই মুর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাকারবারীরা মুর্তি ফেলে পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি।

উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর ৫০ ব্যাটালিয়নের দায়িত্বপুর্ন এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে প্রায় ৬৫ লাখ ৪৫ হাজার টাকা মূল্য মানের মোট ৩টি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়।

এ জাতীয় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT