ঢাকা (রাত ২:৪৪) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু,ঘাতক চালক আটক

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার রাত ০৯:০৮, ২৯ ডিসেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে ট্রা‌কের ধাক্কায় আবু বক্কর (৫৫) না‌মে এক বাই সাই‌কেল আ‌রোহীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে, মঙ্গলবার(২৯ ডিসেম্বর) সন্ধ‌্যায় উপ‌জেলার ‌মিনাবাজার নামক এলাকায়।নিহত ব্যক্তি উপ‌জেলার পান্ডুল ইউ‌নিয়‌নের খামার ঢে‌কিয়ারাম গ্রা‌মের হাসান আলীর পুত্র।এ ঘটনায় ট্রাক চালক নয়ন মিয়া (২৮)‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

পুলিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মিনাবাজার থেকে আবু বক্কর বাইসাইকেল যোগে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় কু‌ড়িগ্রামগামী এক‌টি ট্রাক (ঢাকা মেট্রো – ১৩২৭৬৯) তা‌কে ধাক্কা দি‌লে ছিট‌কে প‌ড়ে যান তি‌নি। প‌রে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়ার প‌থে তার মৃত‌্যু হয়।

খবর পে‌য়ে থানা পু‌লিশ ঘাতক ট্রাক ও চালক নয়ন মিয়াকে আটক ক‌রে থানায় নি‌য়ে আ‌সে।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা.মাইদুল ইসলাম ব‌লেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে প‌থেই তার মৃত‌্যু হ‌য়ে‌ছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ইমতিয়াজ কবির ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ট্রাক ও চালককে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে মামলা দা‌য়েরের প্রস্তু‌তি চল‌ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT