ঢাকা (বিকাল ৫:৩৮) বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফ সীমান্তে বিস্ফোরণ, নির্ঘুম বাসিন্দারা

Teknaf
ছবি: সংগৃহীত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার সকাল ১১:১৫, ২০ নভেম্বর, ২০২৪

মধ্যরাত থেকে মিয়ানমারে মর্টারশেল বিস্ফোরণের শব্দে টেকনাফ সীমান্তের বাড়ি-ঘর থর থর করে কাঁপছে। বিস্ফোরণ আতঙ্কে সীমান্তের বাসিন্দারা অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন বলে জানা গেছে। ফলে প্রতিটি মুহূর্তে আতঙ্কিত হচ্ছে সীমান্তের নাগরিকরা।

রিপোর্ট লেখা পর্যন্ত বিস্ফোরণ চলছে।

টেকনাফ পৌর সভার বাসিন্দা মো. শহিদুল্লাহ জানান, দিনের চেয়ে মধ্যরাতের বিস্ফোরণের শব্দ বেশি। বাড়ি সীমান্ত পাড়ে হওয়া নিরাপদ মনে করছি না। মনে হচ্ছে যেকোনো সময় আমার বাড়িতে মর্টারশেল পড়তে পারে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী জানান, রাত থেকে মিয়ানমার প্রান্ত থেকে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে বলে এলাকাবাসী আমাকে জানিয়েছেন। তবে তারা যেন আতঙ্কিত না হয় সে পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহামদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT