ঢাকা (সকাল ৮:২৯) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জোহরের নামাজ চার রাকাত হবার কারণ

হাফিজ মাছুম আহমদ দুধরচকী,সিলেট হাফিজ মাছুম আহমদ দুধরচকী,সিলেট Clock মঙ্গলবার বিকেল ০৪:৩৭, ১৫ সেপ্টেম্বর, ২০২০

জোহরের নামাজ হযরত ইব্রাহীম আলাইহিসসালাম চার কারণে চার রাকাত নামাজ পড়িয়াছিলেন।

১ম রাকআত – আল্লাহ তায়ালা তাঁহার কার্যে রাজী থাকার জন্য

২য় রাকআত – পুত্রের চিন্তা হৃদয় হইতে দূর হইবার জন্য

৩য় রাকআত – পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালাম আল্লাহর জন্য কোরবানী হইতে রাজী হইবার জন্য

৪র্থ রাকআত – পুত্রের পরিবর্তে বেহেশতের দুম্বা জবেহ হওয়া ও নিজ পুত্রের অব্যাহতি পাওয়ার জন্য।

উক্ত চার কারণে হযরত ইব্রাহীম আলাইহিসসালাম চার রাকাত নামাজ শোকরানা নফল স্বরূপ পড়িয়াছিলেন। পরে এই চার রাকাত আমাদের প্রতি ফরজ হইয়াছে।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নামাজের বিষয় গুলো জানার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT