ঢাকা (রাত ৪:৩২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জোর করে বিষ মিশানো জুস খাইয়ে ছাত্রীকে হত্যা করলো বখাটে

জোর করে বিষ মিশানো জুস খাইয়ে ছাত্রীকে হত্যা করলো বখাটে

আবুল কাশেম রুমন আবুল কাশেম রুমন Clock বৃহস্পতিবার রাত ১১:৪৭, ৩ আগস্ট, ২০২৩

সিলেটের জকিগঞ্জে প্রতিদিন স্কুলে যাওযার পথে বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে এক স্কুলছাত্রী বার বার স্কুল কর্তৃক পক্ষ ও অভিভাবকের নিকট বিচার দেওয়ার পর কোন প্রতিকার না পেয়ে নিরবে সকল মানসিক নির্যাতন সহজ্য করে অবশেষে পৃথিবী বিদায় নিতে হলো এক মেধাবী ছাত্রীর।

বখাটের বার বার প্রেমের বস্তাব প্রত্যাখান করার পর গত ১৯ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে জোরপূর্বক বিষ মিশানো জুস খাওয়ানো হয়। এতে মঙ্গলবার (১ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নিহত স্কুলছাত্রীর পিতা।

মামলা সূত্রে জানা গেছে, গণিপুর গ্রামের রশিদ আলীর ছেলে কালন আহমদ (২২) একই গ্রামের জামাল উদ্দিনের স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। এ বিষয়ে স্কুলছাত্রীর পিতা কালনের অভিভাবকদের কাছে নালিশ করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাছাড়া স্কুল কর্তৃপক্ষকে জানানো হয় তাতে কোন প্রতিকার না পাওয়ায় দিন দিন কালনের উত্যক্ততা বেড়ে চলে।

এক পর্যায়ে গত ১৯ জুলাই সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে কালন একটি জুস দিয়ে সেটি পান করতে বলে। মান-ইজ্জতের ভয়ে সে সময় স্কুলছাত্রী সেই জুস পান করে বিদ্যালয়ে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তার শারীরিক অবস্থা খারাপ করলে ছুঁটি নিয়ে বাড়িতে চলে আসে এবং পরিবারের লোকদের বিষয়টি জানায়। অসুস্থ স্কুলছাত্রীর পিতা তাকে নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল এবং সব শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। কিন্তু ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (১ আগষ্ট) মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মৃত্যুবরণ করেন। ময়না তদন্ত শেষে বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, স্কুলছাত্রীকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে প্রাণে মারার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে আমরা খুঁজছি। তবে সে এলাকায় নেই। তার মুঠোফোনের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT