জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জামায়েত ইসলামীর গণমিছিল
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার রাত ১০:১৪, ৫ আগস্ট, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়েত ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়৷
উপজেলা ও পৌরসভা জামায়েত ইসলামীর আয়োজনে মঙ্গলবার(০৫ আগষ্ঠ)সকাল ১০টায় দাউদকান্দি বিশ্বরোড মডেল মসজিদ প্রাঙ্গন থেকে ২৪”এর জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়৷গণমিছিলটি বের হয়ে দাউদকান্দি পৌরসদরের শহীদ রিফাত পার্কে এসে শেষ হয়৷
এর আগে বিশ্বরোডে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর, উপজেলা আমীর ও কুমিল্লা-১ এর এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল, নায়েবে আমীর শরীফ রোকন উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি মনির উজ জামান, পৌরসভা আমীর মাওলানা আবুল কাশেম প্রধানীয়া, সেক্রেটারি শাহজাহান তালুকদার প্রমুখ।


