ঢাকা (রাত ১১:১৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নওগাঁয় জামিন পেলেন বিএনপি নেতারা

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বুধবার সন্ধ্যা ০৬:২৭, ২২ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁর পৌর মেয়র নজমুল হক সনিসহ তিন বিএনপি নেতা জামিন দিয়েছেন আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর টায় নওগাঁ জেলা দায়রা জজ .কে.এম. শহীদুল ইসলাম আদেশ দেন।

নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনিসহ তিন বিএনপি নেতা পক্ষের আইনজীবী এ্যাড: মিনহাজুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড: আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহসমবায় বিষয়ক সম্পাদক নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গত সংসদ নির্বাচনে নওগাঁ সদর আসনের দলীয় প্রার্থী জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান (মিজান) সহ বিএনপির ওই তিন নেতা এর আগে হাইকোর্ট থেকে তিন মাসের জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ তারা নওগাঁ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। নওগাঁ জেলা দায়রা আদালতের জজ .কে.এম. শহীদুল ইসলাম সেই আবেদন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আরেক আইনজীবী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জেড এম রফিকুল ইসলাম জানান, ‘মামলার অন্য আসামিরা জামিনে আছেন। আশা করা হচ্ছিল আদালত আজকে এই তিন আসামিকেও জামিন দেবেন। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তিসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখ আরও অজ্ঞাতনামা আসামি করা হয়।

৩০ মার্চ নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। হেফাজতকর্মী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন বিএনপির নেতাকর্মীরা। সময় পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ পুলিশ সদস্য বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT