ঢাকা (সকাল ৭:৪২) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক আয়োজনে বিএনপির পদযাত্রা

বিএনপি ২১৭৫ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক আয়োজনে বিএনপির পদযাত্রা

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বুধবার সন্ধ্যা ০৬:৪১, ১৯ জুলাই, ২০২৩

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক ব্যানারে পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা শহরের পাঠানপাড়া এলাকায় বিএনপি কার্যালয় চত্বরে সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথভাবে এবং শহরের বাতেন খাঁর মোড়ে জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে।

বিএনপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসিসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের বাতেন খাঁর মোড়ে অনুষ্ঠিত  আলাদা সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক আয়োজনে বিএনপির পদযাত্রা

বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের পায়ের নীচে মাটি নেই। বিধায় তারা নির্বাচন করতে ভয় পাই। রাতের আঁধারে ব্যালট পেপারে সীল মেরে, দিনের আলোতে মারপিট করে তারা ক্ষমতা আঁকড়ে রাখতে চাই। ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ। তারা নির্বাচনে ভয় পাই বলেই হিরো আলমের মতো একজন সাধারন নাগরিক যিনি একজন এমপি প্রার্থী তাকে দলীয় সন্ত্রাসী দ্বারা প্রকাশ্য দিবালোকে রাজপথে গণধোলাই দিয়ে ভোট কারচুপি করেছে। কিন্তু বিএনপি জেগে ছিলো আছে এবং থাকবে। আর তাই হারানো গণতন্ত্র পূনরায় উদ্ধার করে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার যোগ্য স্থান আবারো ফিরিয়ে দেয়ার শপথ নেন জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা।

এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করার পাশাপাশি দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে বলেন, আওয়ামী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মরিচের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, বাড়ছে গ্যাসের দাম। যা কোন মতেই কাম্য নয়। একজন স্বৈরাচারী সরকার দীর্ঘদিন দেশ শাসন করলে জনগনকে এসব ভোগান্তিতে পড়তে হয়। তাই সাধারন জনগনের স্বার্থে শেখ হাসিনার সরকারকে লাগাম টেনে ধরার অনুরোধ জানান বিএনপি নেতৃবৃন্দ।

উভয় সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের স্বেচ্ছাচারিতার কঠোর সমালোচনা করে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন। আর তা না হলে রাজপথে থাকার কথা বলে সরকার পতনের আন্দোলন সংগ্রামে নেতা-কর্মীদের অংশগ্রহণের আহবান জানান বক্তারা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT