ঢাকা (ভোর ৫:৪২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধর্ষণের বিরুদ্ধে বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার দুপুর ০২:৩৮, ৮ অক্টোবর, ২০২০

সিলেট এমসি কলেজ ও বেগমগঞ্জসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন শাখা।

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চৌডালা ইউনিয়নের হাজী দানেশ আহমেদ মহাজন মার্কেটের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করে চৌডালা ইউনিয়ন বিএনপি।

এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা শাখার বিএনপির সহ সভাপতি চৌডালা ইউনিয়ন শাখার সভাপতি ও চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মাস্টার, বিএনপি নেতা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবুল বাশার, যুবদল নেতা সাব্বির, বদিউজ্জামান, সোহেল, মোন্তাজ, সোহেল আফ্রিদি, সাউদ খলিফা প্রমুখ।

বক্তারা অপরাধী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে বলেন, ধর্ষকদের কোন জাতি, ধর্ম, থাকেনা। তাদের একমাত্র পরিচয় তারা ধর্ষক ও অপরাধী। কিন্তু বর্তমান আওয়ামী সরকারের ছত্রছায়ায় গড়ে ওঠা ছাত্রলীগের কুলাংগাররা শিক্ষা প্রতিষ্ঠানেই ধর্ষণের যে ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। আর তাই দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে, দিন রাতে মা-বোন অর্থাৎ নারীদের অবাধ চলাচল নিশ্চিত করতে ধর্ষণের বিচারের জন্য দ্রুত আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার আহ্বান জানানো হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে।

“মা-বোন-মেয়েরা আজ সম্ভ্রমহারা, ধর্ষক তোমরা কারা” “নিরাপদ থাকুক সকল মা-বোন, বন্ধ হোক ধর্ষণ ও নির্যাতন” শ্লোগানে ঘন্টা ব্যাপি চলা মানববন্ধন ও প্রতিবাদ সভায় চৌডালা ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT