মেঘনা নিউজ ডেস্ক সোমবার দুপুর ০১:১৯, ২১ আগস্ট, ২০২৩
কুমিল্লার দাউদকান্দিতে ২১ আগস্ট গ্রেনেট হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়৷
সোমবার(২১ আগস্ট) দুপুরে উপজেলার পৌর সদরের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার নাঈম হাসানের নির্দেশে উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরসদরের বিভিন্ন সড়কে শোক র্যালী করে যারিফ আলী শিশু পার্কের উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷ শোক র্যালী শেষে রাসেল স্কয়ারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সাংগঠনিক আতাউর রহমান মানিকের সঞ্চালণায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন — বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজান তালুকদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
আতাউর রহমান মানিক, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ছাত্র লীগে নেতা মুহিত আলম, শাহীন মিয়া প্রমুখ।