ঢাকা (সকাল ৬:৫৪) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুর পৌরসভার উদ্যোগে নির্মিত হবে শেখ রাসেলের প্রতিকৃতি

ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ  প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:৪১, ১৮ অক্টোবর, ২০২২

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” শ্লোগানে শেখ রাসেল দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে পৌর মিলনায়তনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের প্রতিকৃতি নির্মাণ করার ঘোষণা দেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী মদন মোহন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার দিলু, প্যানেল মেয়র- ৩ রোজিনা আক্তার চৌধুরী মিতু, কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম প্রমুখ।

সভাপতির বক্তব্যে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কতিপয় বিপদগামী সেনা সদস্যরা নিষ্পাপ শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে যা পৃথিবীর বর্বরতম হত্যাকান্ড। ঘাতকরা শিশু শেখ রাসেলকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গুলি করে হত্যা করে। তাঁর স্মৃতিকে অ¤øান করে রাখতে ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে গৌরীপুর পৌরসভায় শেখ রাসেলের প্রতিকৃতি নির্মাণ করা হবে।
তিনি আরো বলেন, শেখ রাসেলের নামে গৌরীপুর পৌরসভার উদ্যোগে নিমতলী এলাকায় “শেখ রাসেল মিনি শিশুপার্ক” নির্মাণ করা হয়েছে, যা শীঘ্রই উদ্বোধন করা হবে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, মোঃ নূরুল ইসলাম, এমরান মুন্সি, দেলোয়ার হোসেন বাচ্চু।
পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT