ঢাকা (রাত ২:০৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুর গণপাঠাগারের সম্মেলন অনুষ্ঠিত

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock শনিবার সন্ধ্যা ০৭:৫৪, ৫ নভেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের প্রথম পঞ্চবার্ষিক সম্মেলন শনিবার(৫নভেম্বর) বিকেলে পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে রণজিৎ করকে প্রধান পরিচালক ও আমিরুল মোমেনীনকে নির্বাহী পরিচালক নির্বাচিত করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপত্বি করেন ভারপ্রাপ্ত প্রধান পরিচালক সত্যেন দাস। প্রধান অতিথি ছিলেন গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
আমিরুল মোমেনীন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট এর প্রাক্তন সুপারেনটেনডেন্ড মোহাম্মদ আলী জিন্নাহ, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যাক্ষ এমদাদুল হক, মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আহসানুল হক, সাংগঠনিক পরিচালক আব্দুল্লাহ আল মামুন, পরিচালনা পরিষদের সদস্য আলহাজ¦ আব্দুল কদ্দুস, অর্থ পরিচালক আরিফ আহম্মেদ, মহিলা কলেজ ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, কবি আব্দুল ওয়াহেদ ওয়াজেদ প্রমুখ।
গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রাবন্ধিক রণজিৎ করকে প্রধান পরিচালক ও আমিরুল মোমেনীনকে নির্বাহী পরিচালক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT