ঢাকা (ভোর ৫:৫০) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ০২:০৯, ১৪ সেপ্টেম্বর, ২০২২

দীর্ঘ ১৯ বছর আজ বুধবার ময়মনসিংহের গৌরীপুর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌকার আদলে সম্মেলন মঞ্চ করা হয়েছে রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে।

সম্মেলনকে ঘিরে উপজেলা ও পৌর শহরের পথ-ঘাট ব্যানার, তোরণ ও পোষ্টারে ছেয়ে গেছে। এসব ব্যানার-পোষ্টারে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের পছন্দের ব্যক্তিকে দলের সভাপতি-সম্পাদক পদে নির্বাচিত করার জন্য প্রচারণা চালাচ্ছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষমন্ত্রী ডাঃ দিপু মণি উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত থাকবেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, সদস্য মি. রেমন্ড আরেং, ময়মনসিংহ জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, কৃষি বিষয়ক সম্পাদক ড. এ.কে.এম আব্দুর রফিক, সদস্য নাজনীন আলম, সদস্য এডভোকেট নীলুফার আঞ্জুম পপি প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে; বীরমুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির এমপি সভাপতি ও বিধু ভূষণ দাস সাধারণ সম্পাদক হন। ৬৭ সদস্য বিশিষ্ট ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২২ জন সদস্য মারা গেছেন।

দলী নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, সম্মেলনে ভোট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করতে পারেন। যে কারণে পদপ্রত্যাশীরা জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগে তদবির করছেন।

সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে-জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন এমপি, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ড. একেএম আব্দুর রফিক, সদস্য নাজনীন আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জসিম উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম মুহাম্মদ আজাদ সহ আরো কয়েকজন এই তালিকায় আছেন।

সাধারণ সম্পাদক পদে-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, মহিলা বিষয় সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদেকুর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোমনাথ সাহা সহ আরো কয়েকজন এই তালিকায় আছেন।

ইকবাল হোসেন জুয়েল বলেন; উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছি। দলের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস অসুস্থ থাকাকালীন তার পরামর্শে দলের কাজ করেছি। নবীন ও প্রবীণ নেতা-কর্মীরা চায় আমি নেতৃত্বে আসি। সেই জায়গা থেকেই সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি।

মোর্শেদুজ্জামান সেলিম বলেন; আমি প্রার্থীতা ঘোষণা করিনি। তবে দলের প্রয়োজনে চ্যালেঞ্জ নিতে রাজি। দল আমাকে যোগ্য মনে করলে আমি দায়িত্ব নিতে প্রস্তত।

বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন; দলীয় নেতা-কর্মীরা চাইছে আমি প্রার্থী হই। যদি সভাপতির দায়িত্ব পাই দলকে সুসংগঠিত করে; জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT