ঢাকা (দুপুর ১:০৩) রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ৫০ বছর পর ভাষা সৈনিকের কবরে শ্রদ্ধা নিবেদন

ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ Clock শনিবার বিকেল ০৪:০১, ২৯ আগস্ট, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে, (২৮ আগস্ট) শুক্রবার বোকাইনগর ইউনিয়নে দীর্ঘ অর্ধশত বছর পর ভাষা সৈনিক গৌরীপুর থানা আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলীর কবর পাকা করণ,স্মৃতি ফলক লাগানো হয়। আর এই মহৎ কাজটি করেন বি.আর.ডি.বি’র চেয়ারম্যান গৌরীপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র। ওইদিন বাদ জুম্মা ভাষা সৈনিক জমশেদ আলী’র কবরে ১ম বারের মতো পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ হেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, গৌরীপুর বি.আর.ডি.বি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, ভাষা সৈনিক জমশেদ আলীর ছেলে ইদ্রিস আলী, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, আওয়ামীলীগ নেতা রফিক বোকাইনগরী প্রমূখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অচিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক ছড়াকার আজম জহিরুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রৌশন সারোয়ার সজির, সাবেক পৌর কমিশনার শামছুল ইসলাম,ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহজাহান খান পাঠান, বিশিষ্ট ব্যাবসায়ী কামাল উদ্দিন কামাল, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন সম্প্রতি ফেসবুকে গৌরীপুরের মৃত ভাষা সৈনিকদের নিয়ে ¯ট্যাটাস দেয়ার পর গৌরীপুরের ভাষা সৈনিক ডাঃ এম এ সোবহানের দৌহিত্র বি আর ডি বি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রের দৃষ্টি আকর্ষণ হয়। পরে তিনি সাংবাদিকদের সাথে যোগাযোগ করে বলেন,একজন ভাষা সৈনিকের কবর অযত্নে অবহেলা থাকতে পারে না। পর্যায়ক্রমে অরক্ষিত সব ভাষা সৈনিকের কবরগুলো পাকা করবো। মাসুদুর রহমান শুভ্র ভাষা সৈনিক গৌরীপুর থানা আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী ও তার পাশে থাকা সহধর্মিনীর কবরটি পাকা করে দিয়েছেন। অপর ভাষা সৈনিক মৌলভী আব্দুল ওয়াহেদ বোকানগরী (এম এল এ) এর কবর পাকা করার কাজ চলমান রয়েছে। উল্লেখ্য ভাষা সৈনিক গৌরীপুর থানা আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী বাংলা ১৩৭৭ সনে মৃত্যু বরন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT