মঙ্গলবার , ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
Sponsored
শিরোনাম :
Meghna News বাংলাদেশে প্রথম ৬৫ কি:মি: সাঁতার প্রতিযোগিতা সিলেটে অনুষ্ঠিত Meghna News গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত Meghna News চাঁপাইনবাবগঞ্জের আইনজীবী প্রভাত টুডু একজন ইতিহাস Meghna News স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান Meghna News দাউদকান্দিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Meghna News ২৭ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে! ভোক্তা অধিদপ্তরের অভিযান Meghna News পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যুবলীগের ‘সদস্য ফরম’ বিতরণ ও নবায়ন কার্যক্রম শুরু Meghna News কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ : চারজন গ্রেফতার Meghna News আলু বিক্রির আড়াই কোটি টাকা নিয়ে উধাও কোল্ড স্টোরেজের ম্যানেজার

গৌরীপুরে ৫০ বছর পর ভাষা সৈনিকের কবরে শ্রদ্ধা নিবেদন

<script>” title=”<script>


<script>

ময়মনসিংহের গৌরীপুরে, (২৮ আগস্ট) শুক্রবার বোকাইনগর ইউনিয়নে দীর্ঘ অর্ধশত বছর পর ভাষা সৈনিক গৌরীপুর থানা আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলীর কবর পাকা করণ,স্মৃতি ফলক লাগানো হয়। আর এই মহৎ কাজটি করেন বি.আর.ডি.বি’র চেয়ারম্যান গৌরীপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র। ওইদিন বাদ জুম্মা ভাষা সৈনিক জমশেদ আলী’র কবরে ১ম বারের মতো পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ হেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, গৌরীপুর বি.আর.ডি.বি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, ভাষা সৈনিক জমশেদ আলীর ছেলে ইদ্রিস আলী, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, আওয়ামীলীগ নেতা রফিক বোকাইনগরী প্রমূখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অচিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক ছড়াকার আজম জহিরুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রৌশন সারোয়ার সজির, সাবেক পৌর কমিশনার শামছুল ইসলাম,ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহজাহান খান পাঠান, বিশিষ্ট ব্যাবসায়ী কামাল উদ্দিন কামাল, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন সম্প্রতি ফেসবুকে গৌরীপুরের মৃত ভাষা সৈনিকদের নিয়ে ¯ট্যাটাস দেয়ার পর গৌরীপুরের ভাষা সৈনিক ডাঃ এম এ সোবহানের দৌহিত্র বি আর ডি বি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রের দৃষ্টি আকর্ষণ হয়। পরে তিনি সাংবাদিকদের সাথে যোগাযোগ করে বলেন,একজন ভাষা সৈনিকের কবর অযত্নে অবহেলা থাকতে পারে না। পর্যায়ক্রমে অরক্ষিত সব ভাষা সৈনিকের কবরগুলো পাকা করবো। মাসুদুর রহমান শুভ্র ভাষা সৈনিক গৌরীপুর থানা আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী ও তার পাশে থাকা সহধর্মিনীর কবরটি পাকা করে দিয়েছেন। অপর ভাষা সৈনিক মৌলভী আব্দুল ওয়াহেদ বোকানগরী (এম এল এ) এর কবর পাকা করার কাজ চলমান রয়েছে। উল্লেখ্য ভাষা সৈনিক গৌরীপুর থানা আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী বাংলা ১৩৭৭ সনে মৃত্যু বরন করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

ই-মেইলে সর্বশেষ সংবাদ

বিনামূল্যে সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ই-মেইলে পেতে আজই সাবস্ক্রাইব করুন!

তথ্যের গোপনীয়তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক।
আমাদের গোপনীয়তার নীতি

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




©মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত