ঢাকা (দুপুর ১:৫৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে হত্যা মামলার তিন আসামী পুলিশ অভিযানে গ্রেফতার

গৌরীপুরে হত্যা মামলার তিন আসামী পুলিশ অভিযানে গ্রেফতার

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock মঙ্গলবার ১২:২১, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদুল হক (৬৬) নিহতের ঘটনায় গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নিহতের ছেলে আতাউর রহমান। মামলা নং- ২২, তারিখ- ২০/০২/২০২৩ইং।

দায়েরকৃত মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করা হয়েছে। গৌরীপুর এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই শাহজালাল অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সিরাজুল ইসলাম, মোঃ আরশেদ আলীর দুই ছেলে মোঃ রুমান ও আবু কাউসার।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রæয়ারী দুপুরে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামের শাহারিয়ার কবির শিমূলের বসত বাড়ীর সামনে শিবপুর থেকে পাঁচাশি রাস্তার উপর পিডিবি‘র বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে বিবাদীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিমুলগংরা ক্ষিপ্ত হয়ে সাজ্জাদুলের উপর দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, লাঠিসোটা দিয়ে উপর্যপুরি হামলা করে। তাদের হামলায় সাজ্জাদ গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান সাংবাদিকদের জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT