ঢাকা (সকাল ৭:০৩) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর চাল উদ্ধার

ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:১৬, ২২ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর ৩৮ বস্তা চাল ও ৫৩টি খালি বস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ অক্টোবর) উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ নয়ন মিয়া (৪৫) এর বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। চাল উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
অভিযানের সময় উপস্থিত ছিলেন অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জায়েদুল ইসলাম, সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় সাধারণ জনগণ। অভিযানে সহযোগিতা করেন গৌরীপুর থানার পুলিশ। তবে ঘটনায় জড়িত ব্যক্তি অভিযানের খবর পেয়ে পলাতক হওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
গৌরীপুর উপজেলা  নির্বাহী অফিসার জানান, উদ্ধারকৃত চালের বস্তার গায়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচী লেখা রয়েছে। বস্তা বদলের সময় এগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT