ঢাকা (রাত ৮:৫৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে মুক্তিযোদ্ধা মিজাজ খান সমাজ কল্যাণ সংস্থার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩৩, ২৩ মার্চ, ২০২১

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে ভূটিয়ারকোনা মুক্তিযোদ্ধা মিজাজ খান সমাজ কল্যান সংস্থা’র উদ্যোগে সংস্থার কার্যালয়ে (মঙ্গলবার) ২৩ মার্চ সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকার অসহায় রোগীদের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মিজাজ খান সমাজ কল্যান সংস্থার সভাপতি দেওয়ান কামরুল হাসান খান কামালের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফারুখ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মতিউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালিব বিএসসি, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুখ আহাম্মদ, সাংবাদিক শাহজাহান কবির, অবদান কিন্ডারগার্টেন এর সভাপতি হাজী আফজাল হোসেন তালুকদার, ভুটিয়ারকোনা বাজার কমিটির সভাপতি বাবলু মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা।

দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রধান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান, নাক, কান, গলা, মেডিসিন ও ডায়াবেটিস এর জন্য ডাঃ মোঃ আমান উল্লাহ আমান, মেডিসিন, চর্ম, যৌন এবং শিশু রোগবিষয়ক অভিজ্ঞ ডাঃ হারুন অর রশিদ, মেডিসিন ও গাইনী রোগের চিকিৎসক তামান্না আক্তার তুলি।

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ৫৯৮জনকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্পে অংশ নেয়া চার চিকিৎসক ও সহযোগীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT