ঢাকা (রাত ১০:৪৫) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে মাদক ব্যবসায়ী এরশাদ গ্রেফতার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার দুপুর ০১:৩১, ২১ সেপ্টেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি মধ্যপাড়া গ্রামের মৃত আবুল হাসিমের পুত্র এরশাদ মিয়াকে (৪০) কে ২০ শে সেপ্টেম্বর রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে নিজবাড়ী হইতে ৫০০ গ্রাম গাজা ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান এরশাদ মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে সব সময় দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা করে। তার কাজে কেউ বাঁধা দিলে তাকেই মেরে ফেলার হুমকি দেয়।

গত ১৮ তারিখেও দুজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাদের একজনকে (মমেকহা) তে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হচ্ছে। কিন্তু তারা এখন পর্যন্ত মামলা করেন নাই।

তার বিরুদ্ধে এস আই নজরুল ইসলাম বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT