ঢাকা (সন্ধ্যা ৭:১৫) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে বাংলাদেশ স্কাউটের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৩৩, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ স্কাউটের ত্রৈ-বার্ষিক কাউন্সিল বৃস্পতিবার (২৬সেপ্টেম্বর) গৌরীপুর পাবলিক হল মিলনাতনে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট, গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

গড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় কাউন্সিলের প্রথম অধিবেশন আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমানারা বেগম, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের বিদ্যুৎ কুমার নন্দী, সরযূবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন খান, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, নয়ন কুমার দাস প্রমূখ।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলারদের সরাসরি সমর্থনে ড. এম.আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমানারা বেগমকে কমিশনার এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন পদাধিকার বলে সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়া আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকছেদুর রহমান, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT