ঢাকা (রাত ১:৪৩) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে পুলিশী বাঁধার মুখে মসজিদের ভিতরে ইত্তেফাকুল ওলামার বিক্ষোভ সমাবেশ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার বিকেল ০৫:৩৬, ২ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (২এপ্রিল) বাদ জুম্মা ময়মনসিংহের গৌরীপুরে ইত্তেফাকুল ওলামা গৌরীপুর বড় মসজিদে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশের চেষ্টা করে। এসময় পুলিশী বাঁধার কারণে তারা মসজিদ থেকে বের হতে পারেনি। পরে তারা মসজিদের ভিতরেই সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল ওলামা গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি নাজিম উদ্দিন আহমেদ। উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মোঃ মুস্তাকীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা যোবায়ের, উপজেলা কমিটির নেতা মাওলানা মুফতী জুনাইদ, মাওলানা সুলতান মাহমুদ, হাফেজ আবুল কালাম, মাওলানা আজিজ, মাওলানা নুরুল্লাহ, হাজী ফজলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় হেফাজতের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও দলীয় নেতাকর্মী নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। বিচার করা না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT