ঢাকা (সকাল ৬:৩৯) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের মতবিনিময় অনুষ্ঠিত

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৮:৪৫, ২৫ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের মতবিনিময়, পরিচিত সভা ও ঋণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
মতবিনিময় ও পরিচিত সভায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জুনিয়র অফিসার দোলন কুমার সরকার, ঝুমা রাণী নাথ। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও মাঠ সহকারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মারুফ বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক মাইক্রো সেভিংস ধারণার সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নয়ন করে যাচ্ছে। তিনি ব্যাংক সংশ্লিষ্ট সকলকেই তাদের কাজের জন্য ধন্যবাদ দেয়ার পাশাপাশি  আরও বেশি মনযোগী হওয়ার তাগিদ দেন।
পরে সহনাটি ইউনিয়নের পাছার গ্রাম উন্নয়ন সমিতির সদস্য পারুল রাণী দেবনাথকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও রড়ইকাড়ি গ্রাম উন্নয়ন সমিতির সদস্য ফারজানা আক্তারকে সত্তর হাজার টাকার ঋণ প্রদান করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT