ঢাকা (রাত ১:৪৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock শনিবার রাত ০৮:০১, ৫ নভেম্বর, ২০২২

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার দুপুরে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। সান বহুমুখী সমবায় সমিতি লি. এর পরিচালক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লীমা, কাউরাট মহিলা উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিউটি আক্তার ও বীর আহাম্মদপুর আলোর ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি মোঃ মোজাম্মেল হক।

এ সময় স্থানীয় সমবায় দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় পর্যায়ে সমবায় আন্দোলনে অবদান রাখায় সান বহুমুখী সমবায় সমিতি লিঃ, রামগোপালপুর বাসস্ট্যান্ড অটো রিকশা মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ, পরিবর্তন সঞ্চয় ও ঋণদান সমিতি লিঃ, লাটুরপায়া যুব উন্নয়ন সমবায় সমিতি লিঃ, চার তারকা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, রামগোপালপুর মধুবন আদর্শ ভূমিহীন সমবায় সমিতি লিঃ, চড়াকোনা মহিলা উন্নয়ন সমিতি লিঃ, মোহনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও শ্রীধরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT