ঢাকা (রাত ২:০৩) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে আনসার-ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ পরিদর্শনে ইউএনও

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৮:০৮, ৮ নভেম্বর, ২০২২

গ্রামভিত্তিক আনসার-ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ পরিদর্শন করেন ময়মনসিংহের গৌরীপুর ইউএনও হাসান মারুফ। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার অচিন্তপুর ড. এম আর করিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।
আনসার-ভিডিপি কার্যালয়সূত্রে জানা গেছে, গত রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া অস্ত্রবিহীন এ প্রশিক্ষণ চলবে দশ দিনব্যাপী। প্রশিক্ষণে ৬৪ জন আনসার-ভিডিপি’র নারী-পুরুষ সদস্য অংশ নেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসরাম, ড. এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, পিআই সোহাগ মিয়া ও সাদিয়া লিপি প্রমুখ।
পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, আনসার-ভিডিপি একটি আধা-সামরিক বাহিনী হিসেবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। প্রশিক্ষণার্থীদের স্বতঃর্স্ফূত প্রশিক্ষণে অংশ নেয়ার আহবান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT