গৌরীপুরে অনিয়ম করে ভিজিডি’র চালের পরিবর্তে দেয়া হচ্ছে টাকা!
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) সোমবার সকাল ১০:৪৭, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
ময়মনসিংহের গৌরীপুরে ভালনেরাবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচীর আওতায় ২ মাসের চালের পরিবর্তে ১হাজার ২শ টাকা করে দেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলের বিরুদ্ধে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সহনাটি ইউনিয়ন পরিষদে অনিয়ম করে এ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন।
খোঁজ নিয়ে জানা গেছে, এ ইউনিয়নে ভিজিডি কর্মসূচীর আওতায় ৩১৮ জন সুবিধাভোগী রয়েছে। গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া ভিজিডি’র ৬০ কেজি চালের পরিবর্তে টাকা দেয়া হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ভিজিডি কার্ডধারীরা জানান, এর আগে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারী) কিছু সংখ্যক কার্ডধারীদের মাঝে টাকা দেয়া হয়। মহিলা বিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে তাদেরকে চালের পরিবর্তে ১ হাজার ২শ করে টাকা দেয়া হচ্ছে। ভুক্তভোগীরা টাকা চাইনা, চায় চাল।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, ভিজিডি’র চালের পরিবর্তে কোনভাবেই টাকা দিতে পারে না। আমি মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি টাকা দেয়া বন্ধ রাখতে ও টাকার পরিবর্তে চাল দেয়ার জন্য।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন বলেন, চালের পরিবর্তে টাকা দেয়া সরকারি বিধানে নেই। এটা অনিয়ম। আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি বকেয়া ভিজিডি’র চালের পরিবর্তে চাল দিতে হবে। চেয়ারম্যান সাহেব কোন কর্ণপাত করছেননা।
এ বিষয়ে জানতে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা ধরেননি।