ঢাকা (দুপুর ১২:০১) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোমস্তাপুরে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার, যুবক গ্রেফতার

সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ১১:১২, ২১ আগস্ট, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে পিস্তল, ওয়ান শুটার গান, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার এই অভিযান পরিচালনা করে র‌্যাব-৫। এ সময় এক যুবককে নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা ও বিভিন্ন অগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার যুবক জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বালিয়াদীঘি মেম্বারপাড়া এলাকার মো. গিয়াস উদ্দিন ও মোসা. ঝালো বেগমের ছেলে মো. জসিম উদ্দিন (৩২)।

অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক শুক্রবার দুপুর পৌনে ১টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ষ্টেশনপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের পাঁচতলা বাড়ির নিচ তলায় ইউনিট-২ এ মাদক ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার ভোর সাড়ে ৫টায় অভিযান পরিচালনার নিমিত্তে বাড়ি ঘেরাও করে।

এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া শিবগঞ্জ উপজেলার বাসিন্দা জসিমকে প্রথমে ৫ লক্ষ ২২ হাজার ৫ শত টাকার মোট ১০৪৫ পিস নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে ওই বাসার পশ্চিম দুয়ারী ঘরের খাটের তোষকের নীচ হতে ২টি ৭.৬৫
মি.মি. বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন এবং ৫ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী জসিম দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT