ঢাকা (রাত ৩:৩২) বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


‘কোনো রাজ পরিবারের কাছে এই রাষ্ট্র বিক্রি করে দেওয়া হয়নি’

AB Party
সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় কথা বলছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ১১:২৫, ৮ নভেম্বর, ২০২৪

‘বাংলাদেশের মালিকানা কার- এটা আগে ঠিক করতে হবে। এই দেশ কারো বাপের কেনা সম্পত্তি নয়। কোনো রাজ পরিবারের কাছে এই রাষ্ট্র বিক্রি করে দেওয়া হয়নি। স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা নেই যে শেখ হাসিনাকে এক টাকায় গণভবন লিখে দিতে হবে।
স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা ছিল না যে তার ছেলে জয় ৫ হাজার কোটি ডলার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে লুট করে নিতে পারবে।’

এমন মন্তব্য করেছেন বর্তমান সময়ের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে কক্সবাজার শহরের একটি পর্যটন হোটেলে কক্সবাজারের সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বর্তমান বাংলাদেশ ধনীদের রাষ্ট্র, এটা গরীব মানুষের রাষ্ট্র না।

এই রাষ্ট্রের মালিকানা তাই আগে ঠিক করতে হবে।

তিনি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন বাহিনী ও আমলাদের দিকে ইঙ্গিত করে প্রশ্ন তুলেন, আপনারা বাংলাদেশকে কত ভাগে ভাগ করলে এটি সত্যিকার বাংলাদেশ হবে?

ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশে সেনাবাহিনীর জন্য আলাদা হাসপাতাল, পুলিশের জন্য আলাদা হাসপাতাল, আমলাদের জন্য আলাদা হাসপাতাল কেন করতে হবে? সব মানুষের জন্য সুবিধা হতে হবে একই। দেশের প্রধান থেকে শ্রমিক মজুর সবাই এক হাসপাতালে চিকিৎসা নেবে।

তিনি বলেন, সেনাবাহিনী কেন ব্যবসা করবে? সেনাবাহিনী কোনো ব্যবসা করতে পারবে না।
তাদের কাজ ব্যবসা নয়।

তার ভাষ্য মতে, ফেলানীর জন্য তাদের (সেনাবাহিনী) গুলি বের হয় না। তাদের গুলি বের হয় আমাদের মারার জন্য।

রাজনীতিতে এই সময়ের আলোচিত এই ব্যক্তিত্ব বলেন, দেশের প্রত্যেক এজেন্সি দৈত্যে পরিণত হয়েছে। এসবি, এনএসআই, ডিজিএফআই জনগণকে সুরক্ষা না দিয়ে ফ্যাসিবাদীদের জন্য কাজ করছে।

তিনি বলেন, রিপাবলিকের বাংলাদেশটা আমরা ফেরত চাই।

এবি পার্টির সহকারী মহাসচিব অ্যাডভোকেট এনামুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কাসেম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও ব্যারিস্টার সানি আবদুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন মাস্টার শফিকুল হক, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। উপস্থাপনা করেন সাংবাদিক শামসুল হক শারেক।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT