কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রধান কার্যালয় স্থাপনের জমি পরিদর্শন
হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা বৃহস্পতিবার ১২:০৮, ২৬ মে, ২০২২
বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার প্রধান কার্যালয় স্থাপনের জন্য, কুমিল্লা উত্তর জেলার জাতীয় সংসদ সদস্যবৃন্দ এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উত্তর জেলার বিভিন্ন উপজেলার কয়েকটি স্থান পরিদর্শন করেছেন।
বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বুধবার(২৫ মে,২০২২খ্রি.) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক প্রধান কার্যালয়ের স্থান নির্ধারণের উদ্দেশ্য ৪টি স্থান পরিদর্শন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয় বাস্তবায়ন কমিটি।
পরিদর্শনকৃত জায়গাগুলো হলো–দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন ৩টি স্থান ও দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের খাদঘরে ১টি স্থান।
মূলত দলীয় সাংগঠনিক কার্যকলাপ বাড়াতে এই কার্যালয় স্থাপন করা হবে বলে যানা গেছে। কুমিল্লা উত্তর জেলার সবগুলো উপজেলার সাংগঠনিক কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করেন। এতে করে দলটির তৃণমূল নেতারাও চাঙ্গা হবে।
জেলার যেসব নেতারা জায়গা পরিদর্শনে আসেন তারা হলেন- কুমিল্লা–৩ ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা –৪ আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, উত্তর জেলা আ.লীগের সভাপতি ম.রুহুল আমিন, সা.সম্পাদক রওশন আলী মাষ্টার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মেজর মোহাম্মদ আলী(অব.), কুমিল্লা উত্তর জেলা আ.লীগের যুগ্ন–সা.সম্পাদক বাসুদেব, দাউদকান্দি উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, তিতাস জেলা আ.লীগের সভাপতি শওকত আলী, দাউদকান্দি উপজেলা আ.লীগের সা. সম্পাদক মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক রাজীব, উপজেলা পরিষদ এর ভাইস–চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান লোকমান হোসেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো.নোমান সরকার, উপজেলা প্রজন্ম লীগ এর সভাপতি সোহেল রানা, পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমন প্রমুখ।